
কুমিল্লার চান্দিনায় ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বোরহান উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায়
আড়াই ঘণ্টা বৃদ্ধকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, রসুলপুর গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করে আসছেন। আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে দুই বছর আগে ৭০ হাজার টাকা ঋণ নেন। বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা পরিশোধ করতে না পারায় সোমবার সকালে আকবরকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। আকবরের ছেলে ইব্রাহীম খলিল জানান, তার বাবা টাকা ফেরত দেয়ার জন্য কিছুদিন সময় চেয়েছিলেন। কিন্তু বোরহান সেই সময় না দিয়ে অমানবিক নির্যাতন করলেন। কার কাছে এ ঘটনার বিচার চাইবো?
নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে রসুলপুর এলাকা থেকে বোরহানকে আটক করে পুলিশ। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (মো. জাবেদ উল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বোরহান একাই ওই বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছে। তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধ বা তার পরিবারের সদস্যরা থানায় লিখিত অভিযোগ করেননি।