Image description

ভারতের লাদাখে সহিংসতায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার সমাজ পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। সোনমকে কঠোর জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে।

অ্যাংমো তার আবেদনে ওয়াংচুকের বিরুদ্ধে এনএসএ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। এই আইনে কোনো ব্যক্তিকে ১২ মাস পর্যন্ত বিনাবিচারে কারাগারে আটক রাখা যায়।
সমাজমাধ্যমে অ্যাংমো উল্লেখ করেন যে, ওয়াংচুকের স্বাস্থ্য সম্পর্কে তার কাছে এখনো কোনো তথ্য নেই।

ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগ অ্যাংমো অস্বীকার করেন। তিনি  লাদাখ পুলিশের বিরুদ্ধে ‘এজেন্ডা’ নিয়ে কাজ করার অভিযোগ করেন
তিনি লিখেন, ডিজিপি যাই বলুক না কেন, তার একটা এজেন্ডা আছে। তারা কোনো অবস্থাতেই ষষ্ঠ তফসিল বাস্তবায়ন করতে চায় না এবং কাউকে বলির পাঁঠা বানাতে চায়।

এর আগে সোনম ওয়াংচুকের মুক্তির দাবি জানিয়ে সোনমের স্ত্রী আংমো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্ত, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লেহ জেলা কালেক্টরকে চিঠি লিখেন। 
জলবায়ু কর্মীর স্পিরিটকে হত্যা করার জন্য গত এক মাস ধরে পূর্ণ মাত্রার উইচ হান্ট চালানো হচ্ছে বলে অভিযোগ করে আংমো বলেন যে, ওয়াংচুক কখনো কারও জন্য হুমকি হতে পারে না, তার দেশের জন্য তো দূরের কথা।