Image description

সম্প্রতি পরিচালিত একটি জরিপে দেখা গেছে, দ্বিতীয় মেয়াদের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনসমর্থন হ্রাস পাচ্ছে। মার্চ মাসে অ্যাসোসিয়েটেড প্রেস-এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ পরিচালিত জরিপে দেখা যায়, মাত্র ৪২ শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান ট্রাম্পের কার্যক্ষমতাকে সমর্থন করেছেন। এই হার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ ডব্লিউ বুশসহ অন্যান্য প্রেসিডেন্টদের দ্বিতীয় মেয়াদ শুরুর সময়ের জনপ্রিয়তার তুলনায় কম।

জুলাইয়ে পরিচালিত এপি-এনওআরসি জরিপে ট্রাম্পের অনুমোদনের হার আরও কমে দাঁড়িয়েছে মাত্র ৪০ শতাংশে। গ্যালাপসহ অন্যান্য সংস্থার জরিপেও দেখা গেছে, জানুয়ারি থেকে ট্রাম্পের প্রতি সামগ্রিক অনুমোদনের হার কমতে শুরু করেছে। সাম্প্রতিক জরিপগুলোতে অভিবাসন নীতির বিষয়ে ট্রাম্পের অবস্থান নিয়ে অসন্তোষও বেড়েছে। সিএনএন/এসএসআরএস পরিচালিত এক জরিপে ৫৫ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিতাড়নের ক্ষেত্রে ট্রাম্প মাত্রাতিরিক্ত কঠোর পদক্ষেপ নিয়েছেন, যা ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত ছয় মাস ধরে ট্রাম্প বেশ কিছু সুদূরপ্রসারী ও বিতর্কিত নীতিমালা বাস্তবায়ন করে চলেছেন। বছরের শুরুতে তার শুল্কনীতির কারণে আমেরিকানদের মধ্যে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দেয়। জুলাইয়ের জরিপে অধিকাংশ উত্তরদাতা মনে করেন, ট্রাম্পের কর ও ব্যয়নীতি কেবল ধনীদের উপকার করছে। খুব কম মানুষই বিশ্বাস করেন যে, এসব নীতি মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত শ্রেণিকে উপকৃত করছে।
সূত্র: এপি।