ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রুহুল আমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের ব্যবস্থাপনা কমিটি এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়।
রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে বলেছেন, আগে থেকে শিক্ষার্থীদের দাবি এবং আজকে ডাকসু নেতাদের দাবির প্রেক্ষিতে মুহাম্মদ রুহুল আমিনকে ওএসডি করা হয়েছে। ইতোমধ্যে তার কাছে এই সংক্রান্ত চিঠি পৌঁছে গেছেন।