
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভোট গ্রহণ শুরু হয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে। নির্ধারিত সময় অনুযায়ী ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়, যদিও কয়েকটি হলে অনেক দেরিতে তা শেষ হয়। তবে শুক্রবার রাত পর্যন্ত ভোট গণনা শেষ হয়নি। এদিকে, জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান বলেছেন, ফল ঘোষণার সময় নির্দিষ্টভাবে বলতে পারছি না।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘ফল ঘোষণার সময় নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না৷ আজ পুরো রাত লেগে যেতে পারে। আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যারা ভোট গণনা করছেন তাদের সংখ্যা সীমিত, চেষ্টা করছি সংখ্যাটা বাড়িয়ে আজ রাতের মধ্যে ফল দেওয়ার৷’
এর আগে ফল ঘোষণা সময় নিয়ে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম, বাগছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল ও স্বতন্ত্র প্রার্থীদের ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতুর সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার৷
ওই সময় তিনি বলেন, ‘ভোট গণনা শেষ হতে আরও বিরানব্বই ঘণ্টা লাগবে৷ আমরা ভোট গণনার জন্য লোকবল বাড়ানোর চেষ্টা করছি।’