Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের উপায় জানিয়েছেন। তিনি ছাত্রদের জন্য নিড বেইজড স্কলারশিপ ও পার্ট-টাইম চাকুরি চালু করাকে ‘গুপ্ত রাজনীতি’ বন্ধের উপায় হিসেবে চিহ্নিত করেছেন।

রবিবার (১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এ বিষয়ে মন্তব্য করে একটি স্ট্যাটাস দেন। 

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, সকল ছাত্রদের জন্য নিড বেইজ স্কলারশিপ, পার্ট-টাইম চাকুরি চালু করুন! দেখবেন গুপ্ত ছাত্র রাজনীতি বন্ধ হয়ে যাবে!

এ স্ট্যাটাসের কমেন্টে তিনি লেখেন, ছাত্র ছাত্রীদের অর্থনৈতিক ভালনারেবিলিটি ব্যবহার করে যেইসব ছাত্রছাত্রীদের গুপ্ত, সুপ্ত সক্রিয় ছাত্ররাজনীতিতে জড়ানো হয় সেগুলো বন্ধ করলেই সুস্থ ধারার ছাত্র রাজনীতি শুরু হবে।

কামরুল হাসান মামুন আরও লেখেন, কাউকে একটা টিউশন খুঁজে দেওয়া, কাউকে থাকার একটা জায়গা দেওয়া, কাউকে চলার জন্য একটু আর্থিক সাহায্য করার মাধ্যমেই অনেক শিক্ষার্থীর মুক্ত জীবনকে বন্দি করে ফেলে। অর্থনৈতিক ভালনারেবিলিটি মানুষকে খুবই দুর্বল করে ফেলে। তাই প্রত্যেক শিক্ষার্থীর এই দুর্বল জায়গাটা আমরা যদি মেরামত করে শক্তিশালী করি তাহলেই এদের মেরুদন্ড শক্ত হবে। জাতি হিসাবে আমরা মেরুদন্ডওয়ালা মানুষ তৈরি করতে পারব।