
আগামী সপ্তাহের শেষ দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সেপ্টেম্বরের শেষ সপ্তাহের যে-কোনো দিন অনুষ্ঠিত হবে নির্বাচন।
কয়েক দফা আন্দোলনের পর গত ১ আগস্ট ৫৫৯ তম সিন্ডিকেট সভায় গঠনতন্ত্র চূড়ান্ত করলেও এখনো তফসিল ঘোষণা হয়নি। তবে, চাকসু নির্বাচনের জন্য ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিনকে আহ্বায়ক ও পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকীকে সদস্য সচিব করা হয়েছে।
নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণার বিষয়ে ড. মনির উদ্দিন বলেন, আমরা ভোটার তালিকা প্রস্তুত করছি। আগামী রোববারের মধ্যে এটি চূড়ান্ত হবে। পাশাপাশি আচরণবিধি নিয়ে কাজ চলছে। এই দুটি বিষয় প্রস্তুত হলে আমরা তফসিল ঘোষণা করব। তবে আমরা এখনই তারিখ বলতে ছাচ্ছি না। আগামী সপ্তাহের মধ্যে কাজ শেষ হবে।
এদিকে গঠনতন্ত্রে প্রার্থীতার বয়স ৩০ ও দপ্তর সম্পাদকের দুটি পদ ছেলে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখায় এই গঠনতন্ত্র সংস্কার প্রয়োজন বলে জানিয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কার্যক্রম দেখতে পাচ্ছি না। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে বয়সসীমা ৩০ নির্ধারণ করা হয়েছে। এছাড়া দপ্তর সম্পাদক পদ ছেলে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আমরা এবিষয়ে আপত্তি জানিয়ে সংস্কার প্রস্তাব করেছি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, চাকসু নির্বাচনে এখন পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দ্রুত সমাধান করে নির্বাচন দিতে হবে। আমরা তফসিল ঘোষণা ও শতভাগ আবাসনের দাবিতে আগামী রোববার অবস্থান কর্মসূচির আয়োজন করেছি।
তিনি আরও বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমগুলো চাকসু হওয়া-না হওয়ার উপর নির্ভর করবে না। আমরা মনে করি, চাকসু শিক্ষার্থীদের নিয়ে কাজ করার একটি স্বীকৃত প্লাটফর্ম। তাই স্বীকৃত প্লাটফর্ম হিসেবে চাকসু হওয়া জরুরি।প্রশাসনের প্রতি দাবি, কোনোরকম টালবাহানা কিংবা সময়ক্ষেপণ না করে দ্রুত চাকসু নির্বাচন আয়োজন করবে।
এদিকে ছাত্র অধিকার পরিষদ চবি শাখার সদস্য সচিব রোমান রহমান বলেন, চাকসু নিয়ে শুরু থেকেই বিভিন্ন আন্দোলন করে আসছি। সংবাদ সম্মেলন করে চাকসুর গণতন্ত্রে প্রতিবন্ধীদের জন্য নতুন পদ সৃষ্টি এবং প্রার্থীতার বয়সসীমা নিয়ে আমাদের কনসার্ন জানিয়েছি। কিন্তু আমরা মূল ফোকাস রেখেছিলাম দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করতে। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলেও চবি প্রশাসন তফসিল দিতে পারছে না। আমরা মনে করি, বড় দুটি ছাত্র সংগঠনের ইশারাতেই এটি ঘোষণা করছে না প্রশাসন।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি জশদ জাকির বলেন, আমরা গঠনতন্ত্রের কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছি। এগুলো শেষ করে দ্রুতই নির্বাচনের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৯০ সালে চাকসু নির্বাচন হয়। এরপর শিক্ষার্থীরা বারবার আন্দোলন করলেও নির্বাচন হয়নি। অবশেষে দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হতে যাচ্ছে।