Image description

সৌদি আরবে খেলা শুরু করলেও এখনো লিগে অভিষেক হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। সেই অপেক্ষার সমাপ্তি ঘটতে যাচ্ছে, সৌদি প্রো লিগে অবশেষে অভিষেক হতে যাচ্ছে এই সুপারস্টার সিআরসেভেনের।

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে সৌদি ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তি করেন রোনালদো।

আল নাসের রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ইত্তিফাকের মুখোমুখি হবে। কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে খেলাটি হবে। খেলা দেখা যাবে ইউটিউব এবং শাহিদ অ্যাপসে। আরও আগেই অভিষেকের কথা থাকলেও দুই ম্যাচ নিষেধাজ্ঞা থাকায় সেটা সম্ভব হয়নি রোনালদোর। মাঝে খেলেন পিএসজির সঙ্গে প্রদর্শনী ম্যাচ। মেসি-নেইমারদের বিপক্ষে তার দল না জিতলেও দুই গোল করে ম্যাচসেরা হন রোনালদো।

এবার আল নাসেরের হয়ে মাঠ মাতানোর পালা। ১৬ দলের সৌদি প্রো লিগে রোনালদোর ক্লাব এখন দ্বিতীয় স্থানে। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। আজ জিতলেই শীর্ষে চলে যাবে সিআর সেভেনের দল। এক ম্যাচ বেশি খেলে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। অন্যদিকে রোনালদো প্রতিপক্ষ দল ইত্তিফাক শক্তির বিচারে অনেক পিছিয়ে। ১৩ ম্যাচে মাত্র জয় ৪টিতে। ১৬ পয়েন্ট নিয়ে অবস্থান দশে। রোনালদো যোগ দেওয়াতে নাসেরের শক্তি বেড়েছে কয়েকগুণ। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ কিংবা সিরিআতে মাঠ মাতানোর পর এবার রোনালদোর সামনে কম চ্যালেঞ্জিং সৌদি লিগে নিজের সেরাটা ধরে রাখার পালা।