Image description

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীর মাঝখানে চলন্ত ফেরী থেকে ট্রাকসহ ৫টি যানবাহন পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রবাসী মাসুদ রানা ও ভ্যান চালক স্বাধীন নামে দুই জন নিখোঁজ রয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাত ৯টায় ফতুল্লা থেকে বক্তাবলী ঘাটে যাওয়ার পথে এঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষনিক হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, রাত ৯টার সময় ফতুল্লা থেকে বক্তাবলী ঘাটে যানবাহন ভর্তি একটি ফেরী রওনা দেয়। ফেরিটি মাঝ নদীতে পৌঁছালে একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ২টি ইজিবাইক রিকশা, ১টি ভ্যান গাড়ি, ১টি মোটর সাইকেল নিয়ে নদীতে পড়ে যায়। এসময় ফেরিতে থাকা লোকজন কয়েকজনকে নদী থেকে উদ্ধার করলেও ২ জন নিখোঁজ রয়েছে বলে তাদের পরিবার দাবী করেছে। ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযান চালাচ্ছে।