Image description

ওসমান হাদিকে গুলি করার পর তার হত্যাকারীরা কীভাবে পালিয়ে গেল- এমন প্রশ্ন তুলেছেন শরীফ ওসমান হাদির ভাই অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। গতকাল দুপুরের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা চত্বরে হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সাত থেকে আটদিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের ধরা সম্ভব হলো না কেন? খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার কিছু নেই। যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে, তারা কেমন করে গেল? এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। মাওলানা আবু বকর সিদ্দিক নিজে হাদির জানাজার নামাজের ইমামতি করেন। এর আগে তিনি তার বক্তব্যে হাদির জন্য দোয়া চান সকলের কাছে।   

তিনি বলেন, আমার ভাইদের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি, আজকে তার লাশ বহন করতে হচ্ছে। হাদির মৃত্যুর ঘটনার আটদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না। এই দুঃখে কলিজা ছিঁড়ে যাচ্ছে। বাংলার মাটিতে খুনিদের বিচার দেখে যেতে চাই। আট মাসের সন্তানকে তিনি রেখে গেছেন। সন্তানের নামকরণের আগে ওসমান হাদি আমাকে যা বলেছিলেন, সেই স্মৃতি আজ বারবার মনে পড়ছে। হাদির বড় ভাই বলেন, তুমি (হাদি) স্বাধীনতা রক্ষার জন্য এই বাংলাদেশের মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলে, কীভাবে একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয়।