স্মার্টফোন জগতের দুই চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাপল ও গুগল এবার এআই ক্ষেত্রে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকে আরও উন্নত ও পার্সোনালাইজড করতে অ্যাপল চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইয়ের পরিবর্তে গুগলের এআই মডেল জেমিনাই বেছে নিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এ দুই প্রযুক্তি জায়ান্ট যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম খবর প্রকাশ করে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, একটি মাল্টি-ইয়ার (বহুবর্ষীয়) চুক্তির আওতায় অ্যাপলের পরবর্তী প্রজন্মের ফাউন্ডেশন মডেলগুলো গুগলের জেমিনাই মডেল এবং ক্লাউড প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হবে। এসব মডেল অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের ফিচারগুলোকে আরও শক্তিশালী করবেবিশেষ করে এ বছরই আসতে যাওয়া সিরির আরও উন্নত ও ব্যক্তিগতকৃত সংস্করণ।
বিবৃতিতে অ্যাপল বলেছে, গভীর যাচাই-বাছাইয়ের পর আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি, গুগলের এআই আমাদের নিজস্ব এআই মডেলের জন্য সবচেয়ে শক্তিশালী ভিত্তি দেবে। এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীরা নতুন ও উদ্ভাবনী অভিজ্ঞতা পাবেন বলেও আশা প্রকাশ করেছে কোম্পানিটি।
তবে অ্যাপল স্পষ্ট করেছে, অ্যাপল ইন্টেলিজেন্স আগের মতোই অ্যাপল ডিভাইস এবং প্রাইভেট ক্লাউড কম্পিউট অবকাঠামোর মাধ্যমে পরিচালিত হবে, যাতে ব্যবহারকারীদের প্রাইভেসি সুরক্ষার মান বজায় থাকে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ডব্লুউডব্লুউডিসি সম্মেলনে প্রথমবারের মতো জেনারেটিভ এআই চালিত সিরির একটি ডেমো দেখিয়েছিল অ্যাপল। পরে ২০২৫ সালের মার্চে কোম্পানিটি বলে, সিরির বড় আপডেটটি তারা এ বছর পিছিয়ে দিচ্ছে। বর্তমানে সিরির আরও উন্নত সংস্করণ সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করতে অ্যাপল এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে জানিয়েছে কোম্পানিটি।
এর আগে, গত বছরের জুনে সিরির উন্নয়নে ওপেনএআই ও অ্যানথ্রপিকের সঙ্গে অংশীদারত্বের বিষয়টি বিবেচনা করছে অ্যাপল এমন খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে। এর দুই মাস পর সম্ভাব্য অংশীদার হিসেবে সামনে আসে গুগলের নাম। নভেম্বরে সেই গুঞ্জন আরও জোরালো হয়।