
সোশ্যাল মিডিয়ায় কখনও কখনও আমরা অচেনা প্রোফাইল বা সন্দেহজনক ছবি দেখতে পাই। এই ধরনের ছবি সত্যি কি না বা অন্য কোথাও ব্যবহার হয়েছে কিনা তা যাচাই করার সহজ উপায় রয়েছে।
ফেক প্রোফাইল বা অপরিচিত ছবির সত্যতা যাচাই করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. ছবির স্ক্রিনশট নিন বা ডাউনলোড করুন।
২. Google Photos খুলুন এবং ছবিটি ওপেন করুন।
৩. নিচে থাকা Lens আইকনে চাপ দিন।
৪. তাতেই দেখাবে ছবিটি ইন্টারনেটে কোথায় কোথায় ব্যবহার হয়েছে।
এই পদ্ধতি ব্যবহার করে আপনি দ্রুত ফেক প্রোফাইল বা ভুয়া ছবি শনাক্ত করতে পারবেন এবং নিজের অনলাইন নিরাপত্তা বাড়াতে পারবেন।