
বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন, যার পেছনে অন্যতম কারণ প্ল্যাটফর্মটির রিলস ও ছোট ভিডিওর জনপ্রিয়তা। সব বয়সী ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইনস্টাগ্রাম প্রায়ই নিয়ে আসে নতুন ফিচার। তবে সাম্প্রতিক এক আপডেট ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে অন্তত ১ হাজার ফলোয়ার না থাকলে কেউ ইনস্টাগ্রামে লাইভে যেতে পারবে না। আগে ফলোয়ার সংখ্যা যতই হোক, সবাই লাইভে আসার সুযোগ পেত। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি নতুন নিয়মের পেছনে কোনো ব্যাখ্যা দেয়নি।
ইনস্টাগ্রাম প্রোফাইলে এখন সরাসরি লেখা থাকবে, ব্যবহারকারীর অ্যাকাউন্টটি লাইভের জন্য উপযুক্ত কি না। এ সিদ্ধান্তে অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, এতে অরগানিক গ্রোথ কমে যাবে এবং নতুন ব্যবহারকারীদের এগিয়ে আসার পথ রুদ্ধ হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে প্ল্যাটফর্মটির সার্ভার চাপ কমানোর চেষ্টা। পাশাপাশি বড় ফলোয়ারধারী ইনফ্লুয়েন্সারদের বাড়তি সুবিধা দিতেও এ পরিবর্তন আনা হয়েছে। তবে এতে ভুয়া ফলোয়ার বাড়ানোর প্রবণতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।