Image description
 

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানের দারুণ এক জয় দিয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করেছে পাকিস্তান। অজিদের বিপক্ষে ২৬৫০ দিন পর সংক্ষিপ্ত সংস্করণে জয় পেয়েছে তারা। সেটি আবার টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির সিরিজে। এর আগে ২০১৮ সালের ২৮ অক্টোবর দুবাইতে অজিদের হারিয়েছিল পাকিস্তান। 

বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করে ৮ উইকেটে ১৬৮ রান তোলে স্বাগতিক দল। ওপেনার শাহিবজাদা ফারহান ইনিংসের প্রথম বলেই আউট হন। তবে সাঈম আইয়ূব ও তিনে নামা সালমান আগা ৭৪ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন। 

 
 

সাঈম ২২ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চার ও দুটি ছক্কা আসে। অধিনায়ক আগা ২৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। চারটি ছক্কা মারা এই ব্যাটার একটি চারের শট মারেন। তাদের দেওয়া ভিত্তির সুবিধা নিতে পারেনি পাকিস্তান। 

চারে নামা সাবেক অধিনায়ক বাবর আজম এক চার ও ছক্কায় ২০ বলে মাত্র ২৪ রান করতে পারেন। ফখর জামান-উসমান খানরা ব্যাটিংয়ে আরো ধীর ছিলেন। পাঁচে ব্যাট করা ফখর ১৬ বলে ১০ ও উসমান ১৪ বলে ১৮ রান করেন। মোহাম্মদ নওয়াজ ১৪ বলে ১৫ রান যোগ করতে পারেন। 

 

জবাব দিতে নেমে অজিরা ম্যাচের নিয়ন্ত্রণ হাতে পায়নি। ওপেনার ম্যাথু শট ৫ রান করে ফিরে যান। অন্য ওপেনার ট্রাভিস হেড ১৩ বলে ২৩ রান করেন। ক্যামেরুন গ্রিন ৩১ বলে তিন চার ও এক ছক্কায় ৩৬ রান করেন। তবে মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। চারে নামা ম্যাট রেনশো (১৫), পাঁচে নামা কোপার কনলি (০) ও ছয়ে নামা মাইকেল ওয়েন (৮) রান পাননি। ব্যর্থ হন উইকেটরক্ষক জস ফিলিপ (১২)। বোলার স্কাইভার ব্রাটলেট ২৫ বলে তিন চার ও এক ছক্কায় ৩৪ রান করলে হারের ব্যবধান কমে অজিদের। 

বল হাতে পাকিস্তানের স্পিনাররা দারুণ করেছেন। ওপেনার কাম লেগ স্পিনার সাঈম আইয়ূব ৩ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন তিনি। অন্য লেগি আবরার আহমেদ ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাঁ হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ২৫ রান দিয়ে ও লেগ স্পিনার শাদাব খান ৩ ওভারে ২৫ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন।