Image description

ম্যারাথন প্রস্তুতি। বৈঠকের পর বৈঠক। পরিস্থিতি পরখ করতে আসছেন রাষ্ট্রের ঊর্ধ্বতনরা। স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব, আইজিপি সফর করে গেছেন। গতকাল সর্বশেষ সফর করলেন সেনাপ্রধান। বিজিবি’র পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে প্রস্তুতির কথা। উপলক্ষ আসন্ন জাতীয় নির্বাচন। চোখ কেবল একটি আসনে। সিলেট-৬। বিএনপি ও জামায়াত এ আসনে মুখোমুখি। ইতিমধ্যে কথার যুদ্ধ চলছে। এ আসনকে গুরুত্ব দেয়া হচ্ছে সবচেয়ে বেশি। তবে প্রস্তুতি কেমন সেটি এখনই বলছেন না কর্মকর্তারা। সাফ জানান দিচ্ছে নিরপেক্ষ ভোটে প্রশাসন অ্যাকটিভ। জনতার রায়ই চূড়ান্ত। সেটিও ইতিমধ্যে বলে আসছেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সরওয়ার আলম। তার ওপর ভরসা আছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাদেরও। ইতিমধ্যে তার প্রস্তুতির কর্মকাণ্ডও প্রশংসিত হচ্ছে। তার অলরাউন্ডার পারফর্ম। সবাই খুশি। দুই ভোটেরই প্রস্তুতি আছে সিলেটের প্রশাসনের।

একটি জাতীয় নির্বাচন। অপরটি হ্যাঁ-না ভোট। দু’টিরই প্রচারণা চলছে। বুধবার সিলেটে দিনভর বৈঠক করেন আইজিপি বাহারুল আলম। পুলিশের একাধিক টিমের সঙ্গে বৈঠকে তিনি মাঠ পর্যায়ের পরিস্থিতি অবগত হন। পুলিশের তরফ থেকে বাহিনী প্রধানকে সার্বিক বিষয় জানানো হয়েছে। আইজিপি’র সঙ্গে বৈঠকে অংশ নেয়া পুলিশের এক কর্মকর্তা মানবজমিনকে জানিয়েছেন, সিলেট নগর কিংবা ঝুঁকিপূর্ণ আসনে মাঠ পর্যায়ের অনেক পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন। অনেকেই  যেতে চান গ্রামের ভোটকেন্দ্রে।

আশাবাদী। গতকাল সিলেট সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। সভা সূত্র জানায়, সেনাপ্রধানকে সিলেটের নির্বাচনের সার্বিক পরিস্থিতি অবগত করা হয়। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়। পরিস্থিতি অবগত হওয়ার পর সেনাপ্রধানও নির্বাচন সম্পর্কে কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেছেন। একই সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রতিটি বাহিনীর মধ্যে সমন্বয় করার তাগিদ দেন তিনি। বৈঠকে উপস্থিত থাকা প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, সিলেটে নির্বাচন পরিস্থিতি নিয়ে চিন্তিত নয় নির্বাচন সংশ্লিষ্টরা।

প্রচারণায় প্রার্থীদের সহযোগিতা মিলছে। যেসব স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসছে সেসব বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, সিলেটের দু’একটি আসনে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সে আসনগুলোরও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই কাজ শুরু করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এদিকে নির্বাচনে নিরাপত্তা প্রস্তুতি গতকাল সিলেটে সেরেছে বিজিবি। নগরের টিলাগড়ে হয়েছে সেই মহড়া। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এই মহড়ার আয়োজন করে। এ সময় নির্বাচনী মহড়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতির কথা তুলে ধরে বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্‌ উদ্দীন। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে সিলেটের ৩০২ কিলোমিটার সীমান্তে নজরদারি বাড়ানো সহ সব ধরনের সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন- বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে জনগণের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগে সহায়তা করবে। সরকার ও নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে।

১লা ফেব্রুয়ারি থেকে বিজিবি মাঠে পূর্ণ মাত্রায় মোতায়েন থাকবে। সিলেট বিভাগে ৯০টি প্লাটুনে ২১০০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। তিনি আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পাওয়া বিজিবি সদস্যদের রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ড্রোন ব্যবহার করে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করা হবে। এই বিজিবি কর্মকর্তা বলেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো হুমকি নেই বলে জানান তিনি।