Image description

রোজামুখে ভোটকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এম. নাসের রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় মানবজমিনের সঙ্গে আলাপে সাবেক ওই সংসদ সদস্য বলেন, নবী করিম (সা.) প্রতি মাসের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নফল হলেও ওই দু’দিনে রোজার সওয়াব অনেক। আগামী ১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন। ওই দিনে ভোটাররা রোজা রাখলে দু’টি ফায়দা- এক. তারা সেহরি করার জন্য ভোর রাতে জাগবেন। তাহাজ্জুদ এবং ফজরের নামাজ সেরেই কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করতে পারবেন।

রোজামুখে থাকার কারণে নাস্তার জন্য সময় নষ্ট হবে না। আগে আগে কেন্দ্র এলাকায় যাওয়ার কারণে তারা ভোটের লাইনের অগ্রভাবে দাঁড়াতে পারবেন। এবং ভোট শুরু হওয়া মাত্রই তাড়াতাড়ি তাদের অধিকারটা প্রয়োগ করতে পারবেন। দ্বিতীয়ত: রোজামুখে থাকার কারণে দুপুরের খাবারের জন্য বাসা কিংবা হোটেলে যাওয়ার প্রয়োজন পড়বে না। এতে সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে তাদের চোখ থাকলো অর্থাৎ তারা কেন্দ্রটা পাহারা দিতে পারবেন। মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সভাপতি নাসের রহমান বলেন, ৪ঠা ফেব্রুয়ারি শবেবরাতের রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। আবার ১৯শে ফেব্রুয়ারি থেকে রমজান শুরু। মধ্যখানে ১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ওই দিনে রোজা রাখতে খুব একটা কষ্টও হবে না। সাবেক সফল অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান তনয় মিস্টার রহমান বলেন, ভোট শেষে প্রয়োজনে কেন্দ্রে কেন্দ্রে ইফতারের ব্যবস্থা করা যেতে পারে।