Image description
 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট কূটনীতিতে টানাপোড়েন শুরু হয়েছে। নিরাপত্তা জনিত কারণে বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার যে অনুরোধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসি-কে করেছিল, তা প্রত্যাখ্যাত হওয়ার পর বিসিবি এখনও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ও সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বাংলাদেশের এই অবস্থানের তীব্র সমালোচনা করেছেন।

 

মনোজ তিওয়ারি সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি উদাহরণ টেনে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত সরকার তাকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। যদি একটি দেশের রাষ্ট্রপ্রধান এখানে নিরাপদে থাকতে পারেন, তবে ১৬-২০ জন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে সংশয় থাকা অবান্তর। তিওয়ারির মতে, এই সিদ্ধান্ত বিসিবি স্বয়ংসম্পূর্ণভাবে নেয়নি; বরং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টার সরাসরি প্রভাবেই এমন অনড় অবস্থান তৈরি হয়েছে।

অন্যদিকে, আইসিসি বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দিলেও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল। মনোজ তিওয়ারি সতর্ক করে বলেছেন, বিশ্বকাপে অংশ না নিলে শেষ পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটারদেরই ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে এবং আইসিসির কঠোর নিয়মের মুখে বাংলাদেশ দল বড় ধরনের সংকটে পড়তে পারে। বিসিবি যেখানে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কথা, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।