Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শুক্রবার (২৩ জানুয়ারি) একটি দলের কিছু মানুষ ভীত হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দিতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর শান্তিনগর, শান্তিবাগ, আমিনবাগ ও চামেলিবাগ এলাকায় প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। এ সময় এনসিপি ও জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা শাপলা কলির স্লোগান দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া।

নির্বাচিত হলে দোকান-পাট, বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পরেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে সুস্থ হয়ে আবারও গণসংযোগ করেন।