Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে জয়লাভ করার মাধ্যমে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জাতীয় সংসদ থেকে একেবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত দেশের সকল সেক্টরে গণতান্ত্রিক চর্চা শুরু হবে। এরফলে একদম তৃণমূল থেকে তরুণ যোগ্যতা সম্পন্ন নেতৃত্বে উঠে আসবে, যারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে 'আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিলস-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপচারিতায় এ কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

আলাপচারিতায় দেশের শিক্ষা ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, ফ্রিল্যান্সিং, ঢাকা শহরের যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

এ সময় তারেক রহমান বলেন, শিক্ষাব্যবস্থা আধুনিক ও যুগপযোগী করার জন্য ঢেলে সাজানো হবে। কারিগরি শিক্ষাকে শিক্ষাকারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। একাধিক ভাষা শেখার ওপরে জোর দেয়া হবে। এর ফলে দেশে ও বিদেশে আমাদের কর্মসংস্থান বাড়বে।

বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে দেশের বিভিন্ন শহরকে স্যাটেলাইট টাউন হিসেবে গড়ে তোলা হবে। সেখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানসহ সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। এর ফলে ঢাকার উপরে চাপ কমবে।

অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কিভাবে সংসারে একজন নারীকে স্বাবলম্বী করে তুলবে তা তুলে ধরেন তারেক রহমান। কৃষি কার্ডের মাধ্যমে একজন কৃষক বিভিন্ন কৃষি উপকরণসহ কৃষি ঋণ সহায়তা পাবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে তারেক রহমান জানান, শুধুমাত্র কনটেন্ট মেকিং করে গত বছর দক্ষিণ কোরিয়া ১২ বিলিয়ন ডলার আয় করেছে। ভবিষ্যতে আমাদের দেশের তরুণ তরুণীদের জন্যও ফ্রিল্যান্সিং এর সব ধরনের সহায়তা করবে বিএনপি।

তারেক রহমান বলেন, আমরা উন্নয়নের যাত্রা শুরু করতে চাই। সবার সহযোগিতা পেলে অবশ্যই সফলতা আসবে, ইনশাআল্লাহ।

শীর্ষনিউজ