জরুরি বোর্ড সভা শেষে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন ‘না’ করে দিয়েছিল আইসিসি। এরপর আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের সেই আশাও শেষ হয়ে গেছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। এক প্রতিবেদনে পিটিআই জানিয়েছে, বাংলাদেশের আবেদন শোনার এখতিয়ার নেই ডিআরসির।
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুর সমাধান করতে গত বুধবার (২১ জানুয়ারি) জরুরি বোর্ড সভা ডেকেছিল আইসিসি। ভারতের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য মতে, সভায় ভোটাভুটিতে ১৪-২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে বাংলাদেশের ভারতে গিয়ে খেলার কোনো বিকল্প নেই বলে জানায় আইসিসি।
পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, আইসিসির এই সিদ্ধান্ত বদলাতে আইসিসির ডিসপিউট রেজোলিউশন কমিটি বা ডিআরসিতে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে নিজেদের নিয়মের ১.৩ ধারা অনুযায়ী বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে তারা।
ডিআরসির ১.৩ ধারায় বলা হয়েছে, আইসিসি কিংবা এর অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল বিভাগ হিসেবে কাজের এখতিয়ার নেই ডিআরসির।
বাংলাদেশ বিশ্বকাপে না খেললে কারা অংশ নিতে পারে এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এখন ঘোষণার অপেক্ষা। পিটিআই-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বদলি দলের ঘোষণাও আসতে পারে আজ শনিবার।