Image description
 
 

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ পুরুষ ফুটসাল টুর্নামেন্টে আজ বড় জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ তারা ৫-১ গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে।

লঙ্কানদের বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ২-১ গোলে এগিয়ে যায় তারা। এই সময়ে বাংলাদেশের হয়ে দুটি গোলই করেন অধিনায়ক রাহবার খান। দুটি গোলেই তার নিজস্ব কারিশমা দেখিয়েছেন তিনি। ম্যাচের প্রথম গোলটি করেছেন বামপ্রান্ত থেকে কোনাকুনি শটে। দ্বিতীয়টি ডান প্রান্ত থেকে।

কানাডা প্রবাসী বাংলাদেশের এই ফুটবলার ব্রিটিশ কোচ জেমি ডের সময় জাতীয় দলেও খেলেছিলেন। এরপর আর বাংলাদেশের জার্সিতে ডাক পাননি। তবে হাল না ছাড়া এই ফুটবলার গত বছর মালয়েশিয়ায় এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ দল গঠনের সময় ফুটসাল দলে খেলার সুযোগ পান। এরপর তার কাধে অধিনায়কত্বের ভার দেয় ফুটসাল কমিটি। তার প্রমাণ রাখছেন রাহবার।

বিরতির পর আরও দুর্বার হয়ে ওঠে বাংলাদেশ। এই সময়ে তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় তারা। সিংহলীজদের বিপক্ষে তৃতীয় গোলের জোগানদাতাও অধিনায়ক রাহবার। তার বাড়ানো বলে পোস্টের সামনে শুধু প্লেসিং করেন মঈন। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে আরও দুই গোল করে বাংলাদেশ। তাতেই বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

সাফ পুরুষ ফুটসালে সাতটি দেশ অংশগ্রহণ করেছে। প্রতি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। পুরুষ দল চার ম্যাচের দুটিতে জয়, একটি হার ও একটি ড্র করেছে। এদিকে ফুটসালে নারী দল এখনো অপরাজিত। তিন ম্যাচের দুটি জয় ও একটি ড্র করেছে সাবিনারা। আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।