আগামী বছরের বার্সেলোনা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে লিওনেল মেসিকে ক্লাবে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন—এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মার্ক সিরিয়া। বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। মার্চ থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, আর সেই নির্বাচনে লাপোর্তার বিপক্ষে লড়বেন সিরিয়া।
২০২১ সালে বার্সেলোনা ছাড়লেও মেসি এখনো ক্লাব রাজনীতির বড় একটি আলোচ্য বিষয়। সম্প্রতি ইন্টার মায়ামিকে প্রথম এমএলএস কাপ জেতানোর পর আবারও আলোচনায় ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা।
নিজের প্রার্থিতা ঘোষণার অনুষ্ঠানে সিরিয়া বলেন, “আমরা চাই ক্লাবের কিংবদন্তিরা সম্মানের সঙ্গে ফিরুক, লুকিয়ে-চুরিয়ে নয়। মেসি এই ক্লাবের অবিচ্ছেদ্য অংশ। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা সবকিছু করব।”
তিনি আরও যোগ করেন, “মেসি-বার্সেলোনা সম্পর্কটা হওয়া উচিত মাইকেল জর্ডান ও নাইকের মতো। শুধু মাঠে নয়, বাণিজ্যিক, প্রাতিষ্ঠানিক, স্পনসরশিপ এবং লা মাসিয়ার খেলোয়াড় উন্নয়ন—সব ক্ষেত্রেই এই সম্পর্ক কাজে লাগানো সম্ভব।”
সিরিয়ার মতে, ক্লাবের আর্থিক সংকট কাটিয়ে উঠতেও মেসির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
“ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়কে সঙ্গে রেখে আমরা বিপুল সম্ভাবনার দুয়ার খুলতে পারি। তাকে ফিরিয়ে আনা আমাদের জন্য অত্যন্ত জরুরি,” বলেন তিনি।
তবে বাস্তবতা হলো, ৩৮ বছর বয়সী মেসি সম্প্রতি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। ফলে খেলোয়াড় হিসেবে তার বার্সেলোনায় ফেরা আপাতত কঠিন বলেই মনে করা হচ্ছে। যদিও ক্লাবের সঙ্গে কোনো না কোনো ভূমিকায় তাকে যুক্ত করার আগ্রহ স্পষ্ট।
এর আগেও আরেক প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর ফন্ত জানিয়েছেন, নির্বাচনে জিতলে মেসিই হবে তার প্রথম ফোনকল।
মেসির ২০২১ সালের বিদায়ের সময় তৎকালীন আর্থিক সংকটের কারণে তার সঙ্গে বার্সেলোনার সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে ওঠে। সেই ক্ষত সারাতে বর্তমান সভাপতি লাপোর্তা ক্যাম্প ন্যুতে মেসির ভাস্কর্য স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন। তবে সিরিয়া মনে করেন, শুধু সম্মাননা যথেষ্ট নয়।