Image description
সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৯২১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৯২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ৫২৩ জন। অপারেশন ডেভিল হান্ট ফেজ ২-তে গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৩৯৮ জন। গতকাল বুধবার পুলিশ সদর দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, অভিযানে গ্রেফতারের পাশাপাশি একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটার গান, একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি, একটি ফায়ার করা গুলি, ৩ রাউন্ড কার্তুজ, ১১টি দেশীয় অস্ত্র এবং ১২টি ককটেল। পুলিশ আরও জানায়, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২১ হাজার ৬৩০টি মোটরসাইকেল ও ১৯ হাজার ৯৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে একটি একনলা বন্ধুক, দুটি ধারালো ছুরি, একটি বার্মিজ চাকু, এক রাউন্ড গুলি ও একটি ফায়ার করা গুলি উদ্ধার করা হয়।

এদিকে আমাদের চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার চৌদ্দগ্রামেও ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চৌদ্দগ্রাম পৌরসভা সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত জাকির হোসেন পৌরসভার ২নং ওয়ার্ডের পাঁচড়া পাটোয়ারীর বাড়ির মৃত হাফেজ মিয়ার ছেলে। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যায়। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

বগুড়া ব্যুরো জানায়, বগুড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট ২’ অভিযানের আওতায় ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরা হলেন বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিন্দারা এলাকার মো. রেজাউল করিম (৪৫), শিবগঞ্জ উপজেলার চাঁপাচিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জহরুল ইসলাম (৩৮) এবং নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. জাকিরুল ইসলাম।

ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা: ডেভিল হান্ট ফেইজ দুই-এর অভিযানে গ্রেফতার হয়েছেন অংশ থানা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাও. মিজানুর রহমান খন্দকার। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অফিস ভাংচুরের মামলা রয়েছে।

কালিয়াকৈর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, আওয়ামীলীগের সভাপতি সহ ৩ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি এলাকার নইমুদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (হাবন)। তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগের মহল্লা কমিটির সভাপতি। টাঙ্গাইলের নাগরপুর থানার মেচুয়াঝিনি এলাকার ঠান্ডুখানের ছেলে রাকিব খান। তিনি উপজেলার মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। নাবিরবহর এলাকার মহর আলীর ছেলে দুলাল মিয়া। তিনি ফুলবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সদস্য। অপরজন উপজেলার রামচন্দ্রপুর এলাকার জিলুয়ার সিকদারের ছেলে আরিফ সিকদার।

নোয়াখালী জেলা সংবাদদাতা : নোয়াখালীর বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে গত দু’দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফুর হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে মোঃ হুমায়ুন কবির নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শাজাহানপুর (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, অপারেশন ডেভিল হান্ট ২ অভিযানের অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুর উপজেলায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- চোপীনগর ইউনিয়নের জয়ন্তীবাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদুল ইসলাম মেহেদী, একই গ্রামের মৃত ইমান আলীর ছেলে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আবু জাফর, বড়পাথার গ্রামের আব্দুল হালিম প্রামানিকের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাহিদুর রহমান এবং শাহানগর গ্রামের মৃত নুর হোসেন ওরফে চুন্নু কসাইয়ের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম।