Image description

তীরে এসে তরী ডুবলো আবারও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও পারলো না বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেট বিশ্ব কাপের ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে  ৩ উইকেটে।

শুরুতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিয়েছিলো টাইগ্রেসরা। ব্যাটের ধারের পাশাপাশি বোলিংয়েও তোপ দেগেছিলেন নাহিদা আখতার আর রাবেয়া খানরা। তবে শেষরক্ষা হলো না।

৭৮ রানে ৫ উইকেট হারিয়ে খাবি খাওয়া প্রোটিয়া মেয়েরা শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে জয় তুলে নিয়েছে।

এর আগে ইংল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তীরে এসে তরী ডুবল নিগা সুলতানাদের। ইংল্যান্ডের মতো দক্ষিণ আফ্রিকারও ৭৮ রানে ৫ উইকেট ফেলে দিয়েও ম্যাচ বের করতে পারলেন না তারা। বাংলাদেশের ৬ উইকেটে ২৩২ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৪৯.৩ ওভারে ৭ উইকেটে তুলল ২৩৫ রান। একাধিক সহজ ক্যাচ ফেলে ম্যাচ হাতছাড়া করল বাংলাদেশের নারী ক্রিকেট দল।

জয়ের জন্য ২৩৩ রান তাড়া করতে নেমে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান ওপেনার তাজমিন ব্রিৎস (শূন্য)। অধিনায়ক লরা উলভার্ডের সঙ্গে জুটি বাঁধেন তিন নম্বরে নামা অ্যানিকি বশ। তাঁদের জুটি ওঠে ৫৫ রান। কিন্তু উলভার্ড ৫৬ বলে ৩১ রান করে আউট হওয়ার কিছু ক্ষণের মধ্যেই পর পর আউট হয়ে যান বশ (৩৫ বলে ২৮) এবং চার নম্বরে নামা অ্যানিরি ডার্কসেন (২)। দলকে ভরসা দিতে পারেনি ছ’নম্বরে নামা সিনালো জাফটা (৪)। ১ উইকেটে ৫৮ থেকে ৭.১ ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৫ উইকেটে ৭৮।

চাপের মুখে রুখে দাঁড়ান পাঁচ নম্বরে নামা মারিজানে নামা ক্লো ট্রায়ন। তাঁদের জুটিতে ওঠে ৮৫ রান। তাঁদের জুটি লড়াইয়ে ফেরায় দক্ষিণ আফ্রিকাকে। একই সঙ্গে চাপে ফেলে দেয় ভাল জায়গায় থাকা বাংলাদেশকেও।

কাপ করেন ৭১ বলে ৫৬। মারেন ৪টি চার এবং ১টি ছক্কা। ট্রায়নের ব্যাট থেকে এল ৬৯ বলে ৬২ রানের ইনিংস। মারেন ৬টি চার এবং ১টি ছয়। দ্রুত খুচরো রান নিতে গিয়ে আউট হয়ে যান তিনি। শেষ দিকে লড়াই করলেন নাদিন ডে ক্লার্ক এবং মাসাবাটা ক্লাস।

এর আগে নিজেদের ইনিংসে বাংলাদেশ নারী দলের ব্যাটার স্বর্ণা আক্তার গড়েন অনন্য রেকর্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নারী বিশ্বকাপে তিনি তুলে নিলেন বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসের দ্রুততম ফিফটি। মাত্র ৩৪ বলে অর্ধশতক পূর্ণ করেন স্বর্ণা। যা আগের রেকর্ডধারী অধিনায়ক নিগার সুলতানার ৩৯ বলের ফিফটিকে ছাড়িয়ে গেছে।

বিশাখাপত্তনমে টপ অর্ডারের দৃঢ় সূচনার পর স্বর্ণার ঝোড়ো ইনিংসে বাংলাদেশ ৬ উইকেটে তোলে ২৩২ রান। ওপেনার ফারজানা হক ৩০ রান করে আউট হলেও, শারমিন আক্তার করেন ফিফটি; তাঁর ওয়ানডে ক্যারিয়ারের নবম অর্ধশতক। শেষ দিকে স্বর্ণা অপরাজিত থাকেন ৩৫ বলে ৫১ রানে, যেখানে ছিল ৩ ছক্কা ও ৩ চার; দুটি রেকর্ডই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।