
তাইওয়ানের কাওশিউংয়ে অনুষ্ঠিত ২৮তম এপিএসি’র পরবর্তী কার্য নির্বার্হী কমিটির সদস্য নির্বাচনে ১২ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে ৫ সদস্যের এই কমিটিতে নির্বাচিত হওয়ায় অনলাইনে অভিনন্দনে ভাসছেন জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে নতুন করে ৫টি আঞ্চলিক স্কাউট কমিটি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের মীর মাহবুবুর রহমানের পাশাপাশি অস্ট্রেলিয়ার নিকেতাহ জায়েদে কুনিও নেপালের দেব রাজ ঘিমিরে, হংকং এর ডা. উইলসন ওয়াই-সাং লাই এবং ফিলিপাইনের আত্তি সেড্রিক গায়োনা ট্রেন আঞ্চলিক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক স্কাউট কমিটিতে নিজ নিজ অঞ্চলের জাতীয় স্কাউট সংস্থা থেকে নির্বাচিত দশজন সদস্য থাকে। যাদের প্রত্যেকেই নির্দিষ্ট ছয় বছরের মেয়াদে আঞ্চলিক যুব প্রতিনিধিদের সভাপতিত্ব করেন। প্রতিটি আঞ্চলিক স্কাউট সম্মেলনে আবার পাঁচজন বিদায়ী কমিটির সদস্যের স্থলাভিষিক্ত হন পাঁচজন নবনির্বাচিত সদস্য। সেই হিসাবে বর্তমান সদস্যদের মেয়াদ শেষে নতুন করে এই পাঁচজন যুক্ত হবেন।
সোমবার ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।