Image description
 

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন তার সমালোচনা করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মনে করেন ওই পরিকল্পনায় যথেষ্ট অস্পষ্টতা রয়েছে। তিনি বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ট্রাম্প যে পরিকল্পনা দিয়েছেন তাতে কেবল গাজা নিয়েই কথা বলা হয়েছে, সেখানে ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। 

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- আমরা লক্ষ্য করছি যে ট্রাম্প তার শান্তি পরিকল্পনায় শুধু গাজার বিষয়টি উল্লেখ করেছেন। পশ্চিম তীরে কি হবে- পরিকল্পনায় তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। 

রাশিয়ার পক্ষ থেকে ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে এখন পর্যন্ত দেওয়া সবচেয়ে স্পষ্ট বিবৃতি এটি। যেখানে ওই পরিকল্পনাকে সুদূরপ্রসারী বলে মনে করে না মস্কো। যদিও ল্যাভরভ বলেছেন, রাশিয়ার আশা হচ্ছে- ট্রাম্পের পরিকল্পনার অধীনে হামাস ও ইসরায়েলের মধ্যে সম্পাদিত সকল চুক্তি বাস্তবায়ন করা হবে। সূত্র: রয়টার্স,