Image description

ভারতে একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদে বল করার সময় মাঠেই প্রাণ হারিয়েছেন বাঁহাতি পেসার আহমার খান।

মোরাদাবাদের বিলারি ব্লকে আয়োজিত ইউপি ভেটেরান্স ক্রিকেট টুর্নামেন্টে নামে মোরাদাবাদ ও সম্বল নামের দুটি দল। সম্বলের জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। আহমার শেষ ওভারে বল করতে আসেন এবং চার বলে ১১ রান দিয়ে দেন। তার দল জয় পেলেও সেই জয়ের মুহূর্তেই ঘটে বিপর্যয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শেষ বলটি করার পরপরই হঠাৎ করে ক্রিজে বসে পড়েন আহমার। এরপর মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে কেউ কিছু বুঝে উঠতে না পারলেও পরে সতীর্থরা ছুটে আসেন এবং মাঠেই তাকে সিপিআর দেওয়া শুরু করেন। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জানা গেছে, আহমার খান মোরাদাবাদের একতা বিহার এলাকার বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান ও এক বোনকে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু এবং ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।