
নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ অক্টোবর) জেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
সোমবার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আসন গ্রহণ চলাকালে মদন উপজেলার জুলাইযোদ্ধা চৌধুরী মো. নওশীন পাশা দিপু আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মঞ্চের উপরে বসা আয়োজকদের সঙ্গে।
এ সময় দিপু বলেন, মদন উপজেলা থেকে জুলাই আন্দোলন শুরু হয়েছে অথচ মদনের জুলাইযোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। মঞ্চে ছাত্রলীগ করা সাবেক নেতারা বসে আছেন। তারাও জুলাইযোদ্ধা। তবে এতে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছিল। এ নিয়ে তিনি মঞ্চে উপস্থিত জেলা প্রশাসকসহ অন্যদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন। পরে তাকে নিবৃত্ত করে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম মাওলা (নঈম), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী, প্রেস ক্লাব সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়কারী নূর মোহাম্মদ আয়েশ, এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান, জুলাই ওরিয়র্সের জেলা কমিটির আহ্বায়ক তোফায়েল আহমদ, জুলাই শহীদ ও আহত যাচাই বাছাই কমিটির সদস্য মো. রাজীব মিয়া, শহীদ ওমর ফারুকের মা কুলসুম আক্তার, আহত জুলাইযোদ্ধা মো. সোলায়মান হোসেনসহ জামায়াত এবং বিভিন্ন দলের নেতারা।