
আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর। জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততায় বিপিএল আয়োজনের জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে না বিসিবি। সময় স্বল্পতার কথা মাথায় রেখে এবারের বিপিএলে দল সংখ্যা কমানোর চিন্তাভাবনা করছে বিসিবি। সেক্ষেত্রে পাঁচ দল নিয়ে আয়োজিত হতে পারে এই টুর্নামেন্ট। এমন সম্ভাবনার মধ্যে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, পাঁচ দল হলে এবার বিপিএল আয়োজন করা সুবিধাজনক।
গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা এক মাসের উইন্ডোতে পাঁচটি টিম নিয়ে করার জন্য কমফোর্টেবল । তাই আমাদের প্রায়োরিটি হলো পাঁচটি টিম নিয়ে করা।’
গত বিপিএলে তৈরি হয়েছিল বেশ কিছু বিতর্ক। এবার সে ধরনের কোনো বিতর্ক হবে না বলে আশাবাদী তিনি। তার কথায়, ‘ফ্র্যাঞ্চাইজি সিলেকশনে আমরা কঠোর থাকবে। ফাইন্যান্স ঠিক না থাকলে, ম্যানেজমেন্ট ঠিক না থাকলে… বড় গ্রুপ হতে পারে, ক্রিকেট ম্যানেজমেন্টেও তো লোক থাকতে হবে। এসব বেসিক্যালি আমরা দেখব।’