
অভিনবত্ব হোক কিংবা ট্রেন্ডে গা ভাসানো, প্রতিটি প্রতিষ্ঠানই নিজেদের প্রচারণায় বেছে নেয় কোনো না কোনো কৌশল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের প্রচারণায় বেছে নিয়েছে দ্বিতীয় পন্থাটি। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ফাইনাল ম্যাচের আগের দিন হয়ে গেল দুই অধিনায়ক নিয়ে ট্রফি উন্মোচন।
আর অনুষ্ঠানটিকে আরেকটু আকর্ষণীয় করতে খুলনা অধিনায়ক মিঠুন ‘ভাইরাল কেক’ নিয়ে প্রবেশ করেন। বর্তমান চ্যাম্পিয়ন রংপুর অধিনায়ক আকবর ব্যাক টু ব্যাক শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করলে তাকে জবাব দেন ‘১০ সেকেন্ডস ব্যাক টু ব্যাক’ ট্রেন্ডের সূত্র ধরে।
এ নিয়ে ছোট কনটেন্ট তৈরি করে সেটি জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পেজে প্রকাশ করেছে বিসিবি। ভিডিওটিতে ট্রফির পাশে দাঁড়িয়ে সেটি দ্বিতীয়বার জেতার কথা ভাবছিলেন আকবর। তখনই মিঠুন প্রবেশ করেন ‘ভাইরাল কেক’ হাতে। সম্প্রতি আগারগাওয়ে এই ধরনের কেক বিক্রি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়েছে তুমুল চর্চা। যেখানে না গলাতে হয় প্রশাসনকেও।
সামাজিক যোগাযোগমাধ্যম কেউ ফলো করলে তাকে ১০ সেকেন্ডসের মধ্যে ফলো ব্যাক করার রীতিকে বলা হয় ‘১০ সেকেন্ডস ব্যাক টু ব্যাক’ ট্রেন্ড। এবার শিরোপা ঘরে তুলতে চান খুলনা অধিনায়ক মিঠুন, ‘রংপুর শেষ কিছু ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলছে। ওরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অবশ্যই ওরা খুব ভালো টিম। ওদের প্রতি ডেফিনেটলি সেই রেসপেক্টটা থাকবে। অ্যাট দ্য সেইম টাইম, আমাদেরও খুব, আমরাও খুব ভালো খেলছি। আমাদের টিমটাও বেশ এক্সপেরিয়েন্সড, ওয়েল ব্যালান্সড টিম। অবশ্যই আমরা আশাবাদী।' কিন্তু খুনসুটি করতে আকবরকে তিনি বলেন, ‘ছোট ভাই আকবর, তোমার জন্য ১০ সেকেন্ডস ব্যাক টু ব্যাক (শিরোপা নয়)।’