Image description

কলম্বোতে নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। হারমানপ্রীত করদের ছুঁড়ে দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এটি ভারতের টানা দ্বিতীয় জয়, আর পাকিস্তানের দ্বিতীয় পরাজয়। তাতে বাংলাদেশও পেয়ে গেল একটা দুঃসংবাদ। 

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানকে শুরু থেকেই চেপে ধরেন ভারতীয় পেসাররা। রেনুকা সিং আর ক্রান্তি গৌড়ের সুইং-সিমে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের টপ অর্ডার। সিদরা বাদে টপ অর্ডারের চার ব্যাটারের ৩ জনই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। ২৬ রানে ৩ উইকেট খুইয়ে বসে পাকিস্তান।

এরপর কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন সিদরা আমিন ও নাটালিয়া পারভেজ। দু’জন মিলে চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটি গড়লেও সেটিই ছিল পাকিস্তানের শেষ ভরসা। ৩৩ রান করা নাটালিয়ার বিদায়ে এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। সিদরা ৮১ রান করলেও দলের হার ঠেকাতে পারেননি। এই দুজন বাদে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল আরেক সিদরা, সিদরা নওয়াজ; তিনি করেছেন ১৪ রান। ৪৩ ওভারে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৫৯ রানে। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত তোলে ২৪৭ রান। ইনিংসের শুরুটা ভালো করেছিলেন ওপেনার স্মৃতি মান্ধানা (২৩) ও প্রতিকা রাওয়াল (৩১)। মাঝের সারিতে হারলিন দেওল (৪৬), জেমিমা রদ্রিগেজ (৩২) আর রিচা ঘোষের ঝড়ো ৩৫ রানের ইনিংস ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। পাকিস্তানের হয়ে দারুণ বোলিং করেন ফাতিমা সানা ও ডায়ানা বেইগ।

এই জয়ে গ্রুপে শক্ত অবস্থান পোক্ত করল ভারত। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে কঠিন চাপে পড়ল পাকিস্তান। ভারতের টানা দ্বিতীয় জয়ের ফলে বাংলাদেশ এখন নেমে গেছে বিশ্বকাপের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে, ভারত চলে গেছে শীর্ষে। ১ ম্যাচে ২ পয়েন্ট আর ১.৬২৩ নেট রান রেট নিয়ে বাংলাদেশ এই ম্যাচের আগে ছিল তৃতীয় স্থানে, ভারত ছিল তাদের নীচে। ভারত ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাওয়ার ফলে তারা চলে গেছে তালিকার চার নম্বরে।

এদিকে পাকিস্তান টানা দ্বিতীয় হারে চলে গেছে তালিকার ষষ্ঠ স্থানে। ২ ম্যাচে পয়েন্টের খাতা খুলতে পারেনি তারা, নেট রান রেট তাদের -১.৭৭৭।