
নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে ভারত। রোববার (৫ অক্টোবর) কলোম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা। এই ম্যাচে দাপট দেখিয়েছে এক ঝাঁক পোকা। এতে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল খেলা।
ভারতের ইনিংসের মাঝ পথে দেখা যায়, পোকার ঝাঁক ক্রিকেটারদের মাথার কাছে ভনভন করছে। ব্যাটার, বোলার ও উইকেটরক্ষকের বেশি সমস্যা হচ্ছিল। পোকার কারণে বেশ অস্বস্তিতে পড়েন ভারতের দুই ব্যাটার হরলীন দেওল ও জেমাইমা রদ্রিগেজ়।
পাকিস্তানের ক্রিকেটারও বেশ বিপাকে পড়েন। আম্পায়ারের কাছ থেকে তোয়ালে নিয়ে পোকা তাড়াতে দেখা যায় তাদের। সমস্যা বেশি হওয়ার কারণে আম্পায়ারদের কাছে অভিযোগ করেন পাক অধিনায়ক ফাতিমা সানা।
এরপর পাকিস্তানের ডাগ আউট থেকে এক ক্রিকেটার হাতে স্প্রে নিয়ে মাঠে প্রবেশ করেন। পোকা তাড়াতে অধিনায়ক ফাতিমা পিচের মাঝে স্প্রে করেন। কয়েকজন ক্রিকেটারের জার্সিতেও তা ছড়িয়ে দেন তিনি। সেই সময় কিছু ক্ষণ খেলা বন্ধ থাকে।
স্প্রেতেও খুব একটা কাজ না হওয়ায় ৩৪ ওভারের পর মুখোশ পরে মাঠে প্রবেশ করেন এক মাঠকর্মী। সেই সময় ক্রিকেটারদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা বন্ধ রয়েছে।