Image description

এক সময় ছিলেন ছাত্রলীগের কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের প্রশংসায় লিখতেন ফেসবুক পোস্ট। ভোট চেয়েছেন দলীয় প্রার্থীর পক্ষেও। সেই পরিচয়ের মো. শাফায়াত হোসেন এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী।

শাফায়াত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগের শিক্ষার্থী। সম্প্রতি তার পুরনো ফেসবুক পোস্টের কয়েকটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব পোস্ট প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। 

এ প্রসঙ্গে জানতে চাইলে মো. শাফায়াত হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমি কখনোই ছাত্রলীগ করিনি। আমি ২০১৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হই। তবে কয়েকটি পোস্ট আমি করেছিলাম। আমাদের ওয়ার্ড কাউন্সিলররের সাথে একটি পিকনিকের ছবি পোস্ট করেছিলাম। আর মহিউদ্দিন চৌধুরী প্রবীণ রাজনীতিবিদ ছিলেন, তাই তার মৃত্যুতে শোক জানাতেই পারি। আর রাঙামাটির ওই ছবিটা হলো- আমার বিভাগের ইমিডিয়েট সিনিয়র তরিকুল ভাই আমাদেরকে রাঙামাটি ঘুরতে নিয়ে গিয়েছিলেন। সেখানে নাকি নবনির্বাচিত চেয়ারম্যান আমাদের এই ট্যুরের স্পন্সর করেছিলেন। ওই চেয়ারম্যানের সাথে তোলা একটি ছবি পোস্ট করেছিলাম। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শাফায়াতের পোস্টের স্ক্রিনশটগুলোতে দেখা যায়, একটি পোস্টে তিনি আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মরহুম এ. বি. এম. মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়ে পোস্ট করেছেন। আরেকটি পোস্টে তিনি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতার পক্ষে ভোট চেয়ে লিখেছেন, নতুন ভোটার তরুণ ভোট, মুক্তিযুদ্ধের পক্ষে হোক। আসুন মুক্তিযুদ্ধের চেতনা একটি সুন্দর ও সমৃদ্ধশালী আগামীর বাংলাদেশী গড়ে তুলতে আমরা সবাই শেখ হাসিনাকে ভোট দিই।

বাংলাদেশ আওয়ামী লীগের যশোর কেশবপুর উপজেলার তৎকালীন সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুলকে নিয়ে এক পোস্টে তিনি লিখেছেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সবাইকে নিয়ে কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর রাজপথের লড়াকু বঙ্গবন্ধুর বীর সৈনিক শেখ এবাদত সিদ্দিক বিপুল।

রাঙামাটি সদর উপজেলা তৎকালীন নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুজ্জামানকে অভিনন্দন জানিয়ে তিনি এক পোস্টে লেখেন, লাল মাটির দেশে এসে রাঙিয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। অভিনন্দন নৌকার মাঝি।

জানতে চাইলে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ঢাকা পোস্টকে বলেন, শাফায়াত ২০১৮ সাল থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িত। এরপর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করেছে। তবে এর আগে সে কি করতো সেই সম্পর্কে আমি অবগত নই। আর শিবিরের অনেক নেতা তো ছাত্রলীগ করতো, তাদেরকে নিয়েও নিউজ করেন।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ছাত্রলীগের রাজনীতিতে যারা যুক্ত ছিল, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে তাদের অনেককেই আশ্রয় দিয়ে সংগঠনের কর্মী বাড়াচ্ছে ছাত্রদল- এমনটা শুরু থেকেই দেখা যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত অনেককেই তারা দলে অন্তর্ভুক্ত করেছে।