Image description

তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিচ্ছেন না; এরই মধ্যে মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি বলেছেন, আপনারা বড় গলায় ক্রিকেটে ফিক্সিং বন্ধ করতে বলেন, তার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন। পরে ক্রিকেটেরটা বন্ধ করবেন।

বুধবার (১ অক্টোবর) বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ক্রিকেট বোর্ডে কর্মরতদের উদ্দেশে তামিম বলেন, এভাবে যদি নির্বাচন করতে চান তাহলে করতে পারেন, জিততেও পারেন। কিন্তু আজ থেকে ক্রিকেট ১০০ শতাংশ হেরে গেছে—এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

তিনি আরও বলেন, এই নির্বাচন আয়োজন বিসিবির জন্য কালো দাগ হয়ে গেলো। এর সঙ্গে যারা যুক্ত আছেন, তারাও বুঝতে পারেন, এটা কোনোভাবেই নির্বাচন ছিল না।

 

ভবিষ্যতে নির্বাচন ইস্যুতে কথা বলবেন জানিয়ে তামিম বলেন, আমার কাছে মনে হয়, এখানে স্পষ্ট বোঝা যায় নির্বাচনে কারা কী ধরনের সম্পৃক্ততা রেখেছেন, কী ধরনের হস্তক্ষেপ হয়েছে। এর সঙ্গে কারা জড়িত—তা সুস্পষ্টভাবে পরিষ্কার। এখন না, তবে ভবিষ্যতে ইনশাআল্লাহ অবশ্যই এ বিষয়ে কথা বলবো।

তিনি আরও বলেন, আজকে আমাদের মনোনয়ন প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। এবং কারণটা খুবই পরিস্কার। এখানে আমার কাছে মনে হয় না যে আমাকে খুব বিস্তারিত ব্যাখ্যা করে আপনাদেরকে কোন কিছু বলার আছে। 

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে।