
এশিয়া কাপের হংকংয়ের শুরুটা হতাশাজনক হলেও শেষ দুই ম্যাচে লড়াই করেছে ভালোভাবেই। তবে দুর্ভাগ্যজনকভাবে বাজে ফিল্ডিংয়ের কারণে সেই দুটি ম্যাচই হাতছাড়া হয়ে যায়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হংকং ১৪৯ রান সংগ্রহ করে যা শ্রীলঙ্কার বিপক্ষে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা হাসারাঙ্গার দারুণ ব্যাটিংয়ের সৌজন্যে জয় তুলে নেয়। যদিও খাদের কিনারায় চলে গিয়েছিল তারা।
তবে ম্যাচে হংকংয়ের পরাজয়ের মূল কারণ ছিল ক্যাচ মিস। ম্যাচে তারা মোট ছয়টি ক্যাচ মিস করেছে, যা টি-টোয়েন্টি ইতিহাসে একটি নতুন রেকর্ড। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ৬টি ক্যাচ মিস করেছিল। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকাও একই সংখ্যা ক্যাচ ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২০২৪ সালে স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া মিস করেছিল ৬টি ক্যাচ।
এদিকে হংকং টুর্নামেন্টে মোট ১২টি ক্যাচ ধরতে পারলেও তারা মিস করেছে ১১টি। এই ক্যাচ মিসই তাদের টুর্নামেন্ট শেষের কারণ হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত বিদায় নিতে হয় তাদের।
এ সম্পর্কে হংকংয়ের অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন,‘আমরা কয়েকটি ক্যাচ ফেলেছিলাম এবং তাতে খেলা হাতছাড়া হয়ে যায়। তবে ইতিবাচক দিক হলো আমরা বড় মঞ্চে খেলছি—এটা সত্যি আমাদের স্বপ্ন পূরণের মতো। আমরা ফিরে গিয়ে এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু ভাবব এবং সেগুলোর উপর কাজ করব।’