
ভারতীয় তারকা নীতীশ কুমারের বিরুদ্ধে ৫ কোটি টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। বিষয়টি যৌন হেনস্থার নয়, বরং আর্থিক লেনদেন সংক্রান্ত।
নীতীশ কুমারের বিরুদ্ধে তার সাবেক ম্যানেজমেন্ট এজেন্সি অভিযোগ করেছে তিনি ৫ কোটিরও বেশি টাকার বকেয়া ফেলে এবং চুক্তি ভঙ্গ করেছেন।
শুধু তাই নয়, সংস্থাটি দিল্লি হাইকোর্টে আর্বিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট-এর ধারা ১১) অনুযায়ী একটি মামলা দায়ের করেছে। এই মামলার শুনানি ২৮ জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সূত্র অনুযায়ী, ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফির সময় নীতীশ ও তার এজেন্সির সম্পর্ক খারাপ হয়ে যায়। এরপর তিনি সেই সফরে থাকা আরেক ভারতীয় ক্রিকেটারের ম্যানেজারের সঙ্গে হাত মেলান।
অভিযোগকারী সংস্থার দাবি, ২০২১ সাল থেকে তারা চার বছর ধরে নীতীশের প্রতিনিধিত্ব করেছে এবং একাধিক ব্র্যান্ড ডিল ও বাণিজ্যিক চুক্তি করিয়েছে। কিন্তু এখন নীতীশ বলছেন, তিনি নিজেই ওই সব ডিল করিয়েছেন এবং এজন্য কোনও টাকা দিতে রাজি নন।
আবেদনে একটি স্বাধীন মধ্যস্থতাকারী (ইন্ডিপেন্ডেন্ট আর্বিট্রেটর) নিয়োগের আবেদন জানানো হয়েছে, যিনি এই চুক্তি লঙ্ঘন এবং অর্থ না পরিশোধ করার অভিযোগগুলির নিষ্পত্তি করবেন।
ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, ‘এরকম ৯০ শতাংশ বাণিজ্যিক বিরোধ আদালত পর্যন্ত পৌঁছায় না, নিজেদের মধ্যে মিটে যায়। কিন্তু এখানে নীতীশ এক টাকাও দিতে রাজি নন এবং বলছেন সব ডিল তিনি নিজেই করিয়েছেন।’