Image description

প্রথম টি-২০ তে হারের পর সিরিজে ফেরার ম্যাচে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে বাংলাদেশ। জবাব দিতে নামা শ্রীলঙ্কার ৩০ রানে ৪ উইকেট নেয় বাংলাদেশ। চাপে রাখে। ওই চাপ থেকে উঠতে পারেনি লঙ্কানরা। ৭৩ রানে হারিয়েছে সপ্তম উইকেট।

শ্রীলঙ্কা ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮০ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন জেফরি ভ্যান্ডারসে ও মহেশ থিকসানা।

এর আগে ওপেনার পাথুম নিশাঙ্কা ২৯ বলে ৩২ রান করে আউট হন। কুশল মেন্ডিস (৮), কুশল পেরেরা (০), আভিস্কা ফার্নান্দো (২) ও চারিথা আশালঙ্কা (৫) ব্যর্থ হয়ে সাজঘরে ফেরেন। দাশুন শানাকা ২০ রান করে ফিরেছেন। 

শুরুতে রান আউটের ধাক্কার পর শরিফুল জোড়া ধাক্কা দেন লঙ্কান শিবিরে। এরপর সাইফউদ্দিন, মেহেদী মিরাজ ও রিশাদ হোসেন উইকেট নিয়েছেন। 

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ রানে ২ উইকেট হারায়। সেখান থেকে লিটন দাস ও তাওহীদ হৃদয় ৬৯ রানের জুটি গড়েন। হৃদয় ২৫ বলে দুই চার ও এক ছক্কায় ৩১ রান করে ফিরে যান। 

লিটন দাস ফিফটি তুলে নেন। শামীম পাটোয়ারি ফিফটি ছোঁয়া ইনিংস খেলেন। তাদের ব্যাটে ভালো পুঁজি পায় বাংলাদেশ। লিটনের ব্যাট থেকে ৫০ বলে ৭৬ রান আসে। তিনি পাঁচটি ছক্কা ও একটি চার মারেন। শামীম ২৭ বলে ৪৮ করে রান আউট হন। পাঁচটি ছক্কা ও দুটি চার আসে তার ব্যাট থেকে।