
টানা খেলার ক্লান্তি, ঘন ঘন ভ্রমণ আর চাপা ক্ষোভ, সব মিলিয়ে শেষ পর্যন্ত নিজের প্রাপ্যটা আদায় করে নিলেন ফুটবলাররা। অবশেষে বাধ্যতামূলক বিশ্রামের ব্যাপারে সম্মত হলো ফিফা।
ব্যস্ত আন্তর্জাতিক ও ক্লাব সূচিতে হাঁপিয়ে ওঠা ফুটবলারদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল নির্দিষ্ট বিশ্রামের। প্রথমে আবেদন, পরে ইউরোপিয়ান ইউনিয়নে মামলা, সবকিছুর পর শনিবার নিউইয়র্কে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকে বসে খেলোয়াড় সংগঠনগুলোর সিনিয়র প্রতিনিধিরা। সেখানেই ফুটবলারদের দাবির প্রতি সম্মতি জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সভা শেষে বৈঠকের কথা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ‘সভায় খেলোয়াড়দের স্বাস্থ্যসংক্রান্ত (পুরুষ ও নারী উভয়) মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যা একটি শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়েছে। কারণ, এটি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কর্তৃক প্রতিষ্ঠিত পেশাগত ঝুঁকি প্রতিরোধ কাঠামোর অংশ।’
ফিফার সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী, এখন থেকে দুই ম্যাচের মাঝে কমপক্ষে ৭২ ঘণ্টার বিশ্রাম পাবেন খেলোয়াড়রা। প্রতিটি মৌসুম শেষে নুন্যতম ২১ দিনের ছুটি থাকবে তাদের জন্য। সপ্তাহে অন্তত একদিন বাধ্যতামূলক বিশ্রাম দিতে হবে ক্লাব ও দেশকে। খেলোয়াড়দের আন্তঃমহাদেশীয় ভ্রমণ ও জলবায়ু প্রভাব বিবেচনায় তৈরি হবে নতুন আন্তর্জাতিক ক্যালেন্ডার।
২০২৪ সালের জুনে অতিরিক্ত চাপ প্রয়োগ ও ইউরোপের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে ফিফার বিরুদ্ধে মামলা করেছিল বিশ্ব ফুটবল খেলোয়াড় সংগঠন এফআইএফপিআরও, ইংল্যান্ডের পিএফএ ও ফ্রান্সের ইউনিএফপি। আদালত পর্যন্ত গড়ানো সেই দাবি এবার সফল হলো আলোচনার মাধ্যমেই।