Image description

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মাছ কিনতে গিয়ে বাকবিতণ্ডা হলে দোকানদারদের হামলার শিকার হন। এসময় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়। খবর পেয়ে আরও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদের ওপরও মাথায় হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় এবং দু’জনকে আটকে রাখা হয়। 

রোববার (১৩ জুলাই) রাত আনুমানিক ৮টায় আগারগাঁওয়ের বিএনপি বাজারে এ ঘটনা ঘটে।

এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে জানাজানি হলে পাঁচ শতাধিক শিক্ষার্থী বাজার ঘেরাও করেন। এ সময়ে পালিয়ে যান মালিক ও দোকান কর্মচারীরা। 

আটকে পড়া শিক্ষার্থীদের পুলিশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানায় নিয়ে যায়। শিক্ষার্থীরা এ খবর জানতে পেরে থানা ঘেরাও করেন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে রাত সাড়ে এগারোটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

শিক্ষার্থীরা হামলাকারী ব্যবসায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানার সামনে অবস্থান করছেন।