Image description

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে উত্তাল গোটা বিশ্ব। নানান প্রান্তে ইসরায়েলের মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চলছে বিক্ষোভ-সমাবেশ। এই অবস্থায় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন সারাবিশ্বের বিভিন্ন অঙ্গনের অগণিত মানুষ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররাও ফিলিস্তিনের পাশে থাকার কথা জানিয়েছেন। এরই মধ্যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন তাসকিন আহমেদ, মুশফিকুর রহিমরা।

নৃশংস এই হত্যাযজ্ঞের প্রতিবাদে রোববার (৭ এপ্রিল) বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালিত হচ্ছে। বাংলাদেশেও এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল হয়েছে। এরই মাঝে আগামী ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় এই কর্মসূচির প্রসঙ্গে জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এই মিছিলে সবাইকে সমবেত হওয়ার আহ্বানও জানিয়েছেন মিস্টার সাইলেন্ট-কিলার।

ভিডিও বার্তায় রিয়াদ বলেন, ‘আগামী শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন, আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। এবং ফিলিস্তিনিবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেই।’

এর আগে, রোববার (৬ এপ্রিল) আল্লাহর একাধিক গুণবাচক নাম সামনে এনে ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফিলিস্তিনের রক্ষা এবং বিজয় অর্জনের দোয়ার বাণী তার লেখায় ফুটে উঠে।