Image description
 

ভারতের নারী দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা নতুন করে লিখলেন রেকর্ডের খাতা। অস্ট্রেলিয়ার বিপক্ষে চণ্ডীগড়ের মহারাজা যদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে নাম তুললেন তিনি। এটি তার ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরি, যা ওপেনার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির বিশ্ব রেকর্ডে যৌথভাবে জায়গা করে দিল তাকে।

 

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ ছন্দে খেলেন বাঁহাতি এই ওপেনার। মাত্র ৭৭ বলে পূর্ণ করেন সেঞ্চুরি, যা ভারতের নারী ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম শতক। তালিকার শীর্ষে রয়েছেন তিনিই, চলতি বছরের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ বলে সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে নারীদের ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় যৌথভাবে তৃতীয় তিনি। তার ওপরে আছেন মেগ ল্যানিং (১৫) ও বেটস (১৩)।

 

ওপেনার হিসেবে নারীদের ওয়ানডেতে সর্বাধিক শতক
* সুজি বেটস (নিউজিল্যান্ড): ১২
* স্মৃতি মন্ধানা (ভারত): ১২*
* ট্যামি বিমন্ট (ইংল্যান্ড): ১২
* শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড): ৯
* হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ): ৯

 

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন মন্ধানা। যদিও দলকে জেতাতে পারেননি, তবে সেই ইনিংসই তাকে ফিরিয়ে এনেছিল আইসিসি নারী ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

৩০ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে নারী বিশ্বকাপ। দুর্দান্ত ফর্ম নিয়েই বিশ্বমঞ্চে নামবেন মন্ধানা। এর আগে জুনে ইংল্যান্ডের বিপক্ষে হাঁকিয়েছিলেন তার প্রথম টি–টোয়েন্টি সেঞ্চুরি, তিন ফরম্যাটেই শতক পাওয়া প্রথম ভারতীয় নারী ক্রিকেটার তিনি।