Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’র কার্যক্রমে গতিশীলতা আনয়ন করার লক্ষ্যে কমিটির চেয়ারম্যান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন’র অনুমোদনক্রমে কার্যপরিধি-ভিত্তিক নিম্নোক্ত উপ-কমিটি গঠন করা হলো:

 

গণভোট উপ-কমিটি

প্রধান: ফরিদুল হক

 

সেক্রেটারি: আরমান হোসাইন

 

পরিকল্পনা সম্পাদক: সাঈদ উজ্জ্বল 
কর্মশালা সম্পাদক: নফিউল ইসলাম
 প্রচার সম্পাদক: শওকত আলী 
 লজিস্টিকস: মো. ওয়াহিদ উজ জামান
 কমিউনিকেশন: মুতাসিম বিল্লাহ 
 জনসংযোগ: সামিয়া মাসুদ মম
 পেশাজীবি সম্পাদক: ঋয়াজ মোর্শেদ
 কমিউনিটি সম্পাদক: কৈলাশ চন্দ্র রবিদাশ
সদস্য: মেহরাব সিফাত, সাদ্দাম হোসেন, আসাদ বিন রনি, মোস্তাক আহমেদ শিশির, এম.এম. শোয়াইব ,আব্দুল্লাহ আল মুহিম, ইমরান হোসেন, নিরব রায়হান, তৌফিক এলাহী তাবারীম, রহমতউল্লাহ রবিন নিহাল, খন্দকার খালেদা আক্তার, রেহেনা আক্তার রুমা, ওমর ঢালী