Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি জোট প্রার্থী জমিয়তে উলামায়ে বাংলাদেশ এর সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব বলেছেন, 'আমি এমপি হবো ইনশাআল্লাহ, আপনারা সকলে মিলে যদি আমার খেজুর গাছটাকে ধানের শীষ বানান। ধানের মার্কা নিয়ে যদি আপনাদের একজন দাঁড়াতেন, তার জন্যে যেভাবে কাজ করতেন আপনারা যদি সেভাবে কাজ করেন।

 

রোববার (৪ জানুয়ারি) আশুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। 

এ সময় জুনায়েদ আল হাবীব বলেন, আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার উপাধি হবে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধির ব্যাখ্যা আপনারা কি বুঝেন আমি জানি না। জন মানে আপনারা, আমি হবো আপনাদের প্রতিনিধি। যদি আমি আপনাদের প্রতিনিধি হই, যে স্লোগান আপনারা দিয়ে এসেছেন 'সারা বাংলার ধানের শীষে, জিয়া তুমি আছো মিশে'। আমিও আপনাদের সামনে ঘোষণা করলাম, আমিও আপনাদের সঙ্গে মিলেমিশে এ এলাকার উন্নয়নে হাত দেব। 

তিনি আরও বলেন, তারেক রহমান এদেশের দিনদার আলেম সমাজের হৃদয়ে প্রবেশ করে ফেলেছেন। সংবর্ধনা সভায় তিনি হাত উঁচু করে আল্লাহর সাহায্য কামনা করেছেন। মোহাম্মদ রাসুলুল্লাহ সা. ন্যায় ইনসাফের কথা যেভাবে বলতেন, আমরা আগামী দিনে ইসলাম ও জাতীয়তাবাদ এই দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্যে আলেম সমাজের পক্ষ থেকে বলছি তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। 

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সিরাজ প্রমুখ। 

প্রসঙ্গত, জুনায়েদ আল হাবীব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী, তিনি জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি পদে রয়েছেন। তিনি হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সভাপতি পদেও রয়েছেন।