টুডে ডেস্ক
এজেন্সিগুলো কী এখন জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় একই রকম সিন্ডিকেটেড নিউজ করাচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে বের হয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।
ঢাকা-৭ নির্বাচনী এলাকায় এবার জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন হাফেজ হাজী মুহাম্মদ এনায়েত উল্লাহ। পুরান ঢাকার ব্যবসা-বাণিজ্যের অন্যতম সংগঠন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির দায়িত্ব পালন করেছেন জামায়াত প্রার্থী এনায়েত।
কিন্তু তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে সংবদ্ধ প্রচারণা। গত ৩ জানুয়ারি ২০২৬ দেখা যাচ্ছে এটিএন নিউজ, দেশ টিভি, চ্যানেল আইসহ বিভিন্ন মিডিয়া একই শিরোনামে ( আওয়ামী ছত্রছায়ায় প্রভাবশালী এনায়েত এখন জামায়াতের প্রার্থী) ও একই ছবি ( উপরে দেখুন ) দিয়ে এক যোগে প্রচার শুরু হয়।
সেচতন মহলের ধারণা এভাবে একই খবর, একই শিরোনাম ও একই ছবি দিয়ে প্রচার কোন ভাবেই সম্ভব নয়, যদি না কথিত গোয়েন্দা সংস্থা গুলো জড়িত থাকে।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের একটি স্বীকারোক্তি থেকে আমরা এর আগে জেনেছিলাম যে ১/১১ এর সময় এজেন্সি থেকে বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে এবং খালেদা জিয়া ও তারেক জিয়াকে গালমন্দ করে বিভিন্ন নিউজ লিখে পাঠানো হতো। সেই নিউজগুলো ছাপানোকে মাহফুজ আনাম নিজের 'ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট' বলে ভুল স্বীকারও করেন ।