Image description

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আলহাজ্ব ইমাম হোসেন ও আবু সুফিয়ান রানাসহ দেশের বিভিন্ন উপজেলার ২২ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এ দিকে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই দুই নেতা।