Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে মা ও ছেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন প্রয়াত সংসদ সদস্য (এমপি) ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ও ছেলে নাসের খান চৌধুরী। 

নাসের খান চৌধুরী দেশের বাইরে ও মা ঢাকায় অবস্থান করায় তাদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপি সমর্থিত নেতারা।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এ পর্যন্ত ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তাদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধরীও রয়েছেন। তিনি হচ্ছেন খুররম খান চৌধুরীর বড় ভাই সাবেক এমপি আনোয়ার হোসেন খান চৌধুরীর ছেলে।’