সোনালী ব্যাংকের ৪৫ কোটি টাকার ঋণখেলাপি অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে। ড্যান্ডি ডাইং কোম্পানি ব্যাংকের অর্থ পরিশোধ করায় ব্যাংক নিজ উদ্যোগে মামলাটি প্রত্যাহারের আবেদন করে।
ব্যাংকের আবেদনের পর গত ১১ নভেম্বর ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক সাদেকিন হাবিব বাপ্পি মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
সোনালী ব্যাংকের প্যানেল আইনজীবী জাহাঙ্গীর হোসেন জানান, ড্যান্ডি ডাইং বাকি টাকা পরিশোধ করায় ব্যাংক মামলা প্রত্যাহার করে। একই তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার আইনজীবী মোস্তাক আহম্মেদ কয়েলও।
২০১৩ সালের ২ অক্টোবর সোনালী ব্যাংকের নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ৪৫ কোটি ৫৯ লাখ টাকার ঋণখেলাপির অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন। পরে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর ইসলামী শরীয়াহ অনুযায়ী তার মা খালেদা জিয়া, স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে মামলায় বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানসহ মোট ১৬ জনের বিরুদ্ধে ইস্যু গঠন করেন আদালত। বিবাদীদের মধ্যে ছিলেন—ড্যান্ডি ডাইং লিমিটেড, খালেদা জিয়া, তারেক রহমান, কোকোর পরিবার, প্রয়াত সাঈদ এস্কান্দারের পরিবার এবং গিয়াস উদ্দিন আল মামুনসহ অন্যরা।
শেষ পর্যন্ত ড্যান্ডি ডাইং কোম্পানির দেনা পরিশোধের মাধ্যমে মামলার নিষ্পত্তি হয় এবং আদালত মামলাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেন।
শীর্ষনিউজ