লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয় মাঠে আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রিঙ্কু পাটোয়ারী, এবং বিএনপি ও ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।
তবে এ কর্মী সম্মেলনকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক ও সমালোচনা। অভিযোগ উঠেছে, স্থানীয় তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোর করে সম্মেলনে নিয়ে যাওয়া হয়েছে।
এই তিনটি বিদ্যালয় হলো —
১ চৌপল্লী কে.ডি. উচ্চ বিদ্যালয়
২ গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়
৩ পালপাড়া ডি.এম. উচ্চ বিদ্যালয়
অভিযোগ অনুযায়ী, দুপুর ২টার টিফিনের সময় এই তিনটি বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের মাঠে নিয়ে আসা হয়। অনেক শিক্ষার্থী জানায়, তারা যেতে চায়নি, কিন্তু জোরপূর্বক ও ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
একজন শিক্ষার্থী বলেন,
> “আমরা অনেকেই যেতে চাইনি, কিন্তু হাত ধরে টেনে নিয়ে গেছে। কেউ কেউ বলেছে—তুই যদি না যাস, তোর সাথে আর কথা বলবো না।”
এ বিষয়ে এক শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রশ্ন করলে তিনি বলেন,
> “এখন তাদের সময়, আমরা কিছু বলতে পারবো না। বললে আমাদের ওপর তারা তাদের পাওয়ার চালাবে।”
এই বক্তব্যে আরও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় সচেতন মহল। তারা বলেন,
> “রাজনৈতিক কার্যক্রমে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা এক ধরনের মানসিক নিপীড়ন। বিদ্যালয় শিক্ষার জায়গা, রাজনীতির নয়।”