
ছুটির দিনেও বাস সার্ভিস চালুসহ একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন কিঞ্চিৎ বাস কমিটির (২৩-২৪) সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক পদপ্রার্থী মো. আসিফ আব্দুল্লাহ। বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত ও ক্যাম্পাসে অভ্যন্তরীণ শাটল, বিশেষ করে মেয়েদের জন্য বাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এসব কথা তুলে ধরেছেন মো. আসিফ আব্দুল্লাহ। তিনি লিখেছেন, আসুন আজকে আপনাদেরকে একটি গল্প শোনাই। আজহারের গল্প। আজহার খিলক্ষেতে থাকে। আজ সকালে তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল ঠিক সকাল ১০টায়। প্রতিদিনের মতো আজও সে নির্ভর করেছিল তার একমাত্র ভরসা—‘লাল বাস’ এর ওপর। কিন্তু দুর্ভাগ্যবশত আজ ক্ষণিকার নির্ধারিত ট্রিপটি মিস করে বসে আজহার। কি করবে এখন সে?
তিনি বলেন, পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা? না সে সুযোগ তো নেই! কাজেই লোকাল বাসে যানজট ঠেলে ক্যাম্পাসে পৌঁছালেও, পরীক্ষার ঘন্টাখানেক সময় ততক্ষণে পেরিয়ে গেছে। এ গল্প যে শুধু আজহারের,তা নয়—এ গল্প হাজারো অনাবাসিক শিক্ষার্থীর প্রতিদিনের বাস্তবতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আমাদের নিত্যদিনের এক অবিচ্ছেদ্য অংশ, অথচ সেখানে নেই পর্যাপ্ত বাস, নেই নির্ভরযোগ্যতা, নেই যথেষ্ট নিরাপত্তা।
তিনি আরও বলেন, আমি মো. আসিফ আব্দুল্লাহ, কিঞ্চিৎ বাস রুটে দীর্ঘদিন যাতায়াতের পাশাপাশি কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন এবং সর্বশেষ ২০২৩-২৪ সেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনাদেরই একজন হয়ে, আপনাদের কণ্ঠস্বর হয়ে এগিয়ে আসছি এই সমস্যার সমাধানে। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (DUCSU) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে ছাত্র পরিবহন সম্পাদক পদে আমার পদপ্রার্থিতা ঘোষণা করছি।
মো. আসিফ আব্দুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ, সাশ্রয়ী ও সময়নিষ্ঠ পরিবহন সেবার সুযোগ পায়—এই লক্ষ্যকে সামনে রেখে আমি আমার নির্বাচনী অঙ্গীকার উপস্থাপন করছি- ফিটনেসবিহীন বাস বাতিল করে আধুনিক ও পর্যাপ্ত বাসের সংযোজন; সন্ধ্যার পর ও ছুটির দিনেও বাস সার্ভিস চালু; পরিবহন খাতে বাজেট বৃদ্ধি এবং স্বচ্ছ ব্যয় ব্যবস্থাপনা; রিকশা ভাড়ায় ন্যায্যতা নিশ্চিত ও চালকদের পোশাক বাধ্যতামূলক; বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত ও ক্যাম্পাসে অভ্যন্তরীণ শাটল বাস চালু (বিশেষ করে মেয়েদের জন্য)।
তিনি তার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, একটি আধুনিক, নিরাপদ ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা—যেখানে প্রতিটি শিক্ষার্থী সময়মতো, স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ক্যাম্পাসে যাতায়াত করতে পারে। আমি আপনাদের প্রত্যেকের দোয়া ও সমর্থন কামনা করছি। ডাকসুতে ভোট দিন - সেবার পক্ষে, পরিবর্তনের লক্ষে। ভোট দিন আজহারের মতো শিক্ষার্থীদের দৈনন্দিন সংগ্রাম কমাতে।