
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। সেই নির্বাচনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা এতটাই বেপরোয়া ছিলেন যে কথায় কথায় বেগম খালেদা জিয়া, বিএনপি এবং দেশের মানুষকে কটাক্ষ করেছেন। আল্লাহ সেটি বরদাস্ত করেননি। শেষ পর্যন্ত জনরোষে পড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন।
গউছ বলেন, মনে রাখবেন, বিএনপি কোনোদিন পুলিশের কাঁধে ভর করে ক্ষমতায় যায়নি, ভবিষ্যতেও যাবে না। ইনশাআল্লাহ, জনগণের ভোটেই বিএনপি ক্ষমতায় যাবে।
তিনি বলেন, শেখ হাসিনা একেক সময় একেক কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছেন। কিন্তু সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। মানুষের জীবন যেখানে ক্ষণস্থায়ী, ক্ষমতা সেখানে চিরস্থায়ী হতে পারে না। শেখ হাসিনার উদ্দেশ্যই ছিল বিএনপি নামক রাজনৈতিক দলকে ধ্বংস করে ক্ষমতাকে চিরস্থায়ী করা। তার সেই আশা আল্লাহ পছন্দ করেননি।
সৈয়দ মুশফিক আহমেদের সভাপতিত্বে ও এমদাদুল হক এমরানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, সৌদি যুবদলের সেক্রেটারি শেখ মোস্তাক আহমেদ এবং যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ প্রমুখ।